নিয়মিত আল কোরআন তেলাওয়াত করার অভ্যাস গড়বেন যেভাবে

নিয়মিত আল কোরআন তেলাওয়াত করার অভ্যাস গড়বেন যেভাবে
পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। ’ ( সূরা আলাক, আয়াত ১ ) মহান আল্লাহ পবিত্র আল কোরআনের প্রথম বাণীতেই জানিয়ে দিয়েছেন জ্ঞান অর্জন কতোটা গুরুত্বপূর্ণ। আর একজন ইসলাম ধর্মের অনুসারী হিসেবে সত্য ও বিশ্বাসের মহিমায় আলোকিত হওয়ার জন্য পবিত্র কোরআন থেকে জ্ঞানার্জন শুধু গুরুত্বপূর্ণই নয়, আবশ্যকও বটে। তাই এই ব্লগের পুরোটা জুড়েই আলোচনা করবো পবিত্র আল কুরআন নিয়ে। কোরআন শব্দটির অর্থ ও পরিচয় দিয়ে শুরু করে আলোচনা এগিয়ে যাবে কোরআন তেলাওয়াতের গুরুত্ব নিয়ে এবং শেষ হবে পবিত্র কুরআন শরীফ তেলওয়াতের কিছু লক্ষ্যণীয় বিষয় জানার মধ্য দিয়ে। এছাড়াও আপনি আরো জানতে পারবেন, এমন কিছু উপায় যা আপনাকে নিয়মিত কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়তে সাহায্য করবে। কোরআন শব্দের অর্থ ও পরিচয় কোরআন (আরবিতে: القرآن‎‎) শব্দটির বাংলা অর্থ পাঠ করা বা পড়া, পাঠযোগ্য বা পাঠের উপযুক্ত। আর ইসলামের পরিভাষায় আল্লাহ তা’আলা ফেরেশতা জিবরাঈল আলাইহিস সালামের মাধ্যমে সুদীর্ঘ ২৩ বছরে মানব জাতিকে হেদায়াতের পথ দেখানোর জন্য শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপর যে কিতাব অবতীর্ণ করেছেন তার নাম আল কোরআন। কোরআন তিলাওয়াত করার মাধ্যমে আল্লা…

About the author

I am Zahidul Islam Talukder, Founder and CEO of Talukdar Academy and Talukdar Helpline. I still like to write articles,post and information on this website as much as i can. Please pray for me.You can follow me from: facebook youtube instagram

Post a Comment